পণ্ডিত-কুমিরকে
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : খাপছাড়া [ ১৯৩৭ ]
কবিতার শিরনামঃ পণ্ডিত-কুমিরকে
![পণ্ডিত কুমিরকে pondit kumir ke [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 পণ্ডিত কুমিরকে pondit kumir ke [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-16.jpg)
Table of Contents
পণ্ডিত কুমিরকে pondit kumir ke [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
পণ্ডিত-কুমিরকে
ডেকে বলে, “নক্র,
প্রখর তোমার দাঁত,
মেজাজটা বক্র।
আমি বলি নখ তব
করো তুমি কর্তন,
হিংস্র স্বভাব তবে
হবে পরিবর্তন
আমিষ ছাড়িয়া যদি
শুধু খাও তক্র।’
![পণ্ডিত কুমিরকে pondit kumir ke [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 সুখের মাঝে তোমায় দেখেছি sukher majhe tomar dekhechhi [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-5-1-300x150.jpg)
আরও দেখুনঃ