পথ চেয়ে যে কেটে গেল poth cheye je kete gelo [ কবি-তা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : গীতালি [ ১৯১৪ ]
কবি-তার শিরোনামঃ পথ চেয়ে যে কেটে গেল
![পথ চেয়ে যে কেটে গেল poth cheye je kete gelo [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 পথ চেয়ে যে কেটে গেল poth cheye je kete gelo [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-5-1.jpg)
পথ চেয়ে যে কেটে গেল poth cheye je kete gelo [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
পথ চে-য়ে যে কেটে গেল
কত দিনে রাতে।
![পথ চেয়ে যে কেটে গেল poth cheye je kete gelo [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 পথ চেয়ে যে কেটে গেল poth cheye je kete gelo [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-7-2-e1649150434648.jpg)
আজ ধুলার আসন ধন্য করে
বসবে কি মোর সাথে।
রচবে তোমার মুখের ছায়া
চোখের জলে মধুর মায়া,
নীরব হয়ে তোমার পানে
চাইব গো জোড় হাতে।
![পথ চেয়ে যে কেটে গেল poth cheye je kete gelo [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 4 পথ চেয়ে যে কেটে গেল poth cheye je kete gelo [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-9-2.jpg)
এরা সবাই কী বলে যে
লাগে না মন আর,
আমার হৃদয় ভেঙে দিল
কী মাধুরীর ভার।
বাহুর ঘেরে তুমি মোরে
রাখবে না কি আড়াল করে,
তোমার আঁখি চাইবে না কি
আমার বেদনাতে।
আশিস-গ্রহণ ashish grohon [ কবি-তা ] রবীন্দ্রনাথ ঠাকুর
দুই পাখী Dui pakhi[ কবি-তা ]- রবীন্দ্রনাথ ঠাকুর
তোমরা এবং আমরা tomra abong amra [ কবি-তা ]- রবীন্দ্রনাথ ঠাকুর