পরের কর্ম-বিচার porer kormo bichar [ কবিতা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : কণিকা
কবিতার শিরোনামঃ পরের কর্মবিচার
![পরের কর্মবিচার porer kormo bichar [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর 2 পরের কর্মবিচার porer kormo bichar [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-3-1.jpg)
পরের কর্মবিচার porer kormo bichar [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর
![পরের কর্মবিচার porer kormo bichar [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর 3 পরের কর্মবিচার porer kormo bichar [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-4-1.jpg)
নাক বলে, কান কভু ঘ্রাণ নাহি করে,
রয়েছে কুণ্ডল দুটো পরিবার তরে।
কান বলে, কারো কথা নাহি শুনে নাক,
ঘুমোবার বেলা শুধু ছাড়ে হাঁকডাক।
প্রতাপের তাপ protaper tap [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর