পলাশ আনন্দমূর্তি জীবনের ফাল্গুনদিনের
কাব্যগ্রন্থ : আরোগ্য [ ১৯৪১ ]
কবিতার শিরনামঃ পলাশ-আনন্দমূর্তি জীবনের ফাল্গুনদিনের
![পলাশ আনন্দমূর্তি জীবনের ফাল্গুনদিনের polash anondomurti jiboner falgundiner [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 পলাশ আনন্দমূর্তি জীবনের ফাল্গুনদিনের polash anondomurti jiboner falgundiner [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-7-2-e1649150434648.jpg)
Table of Contents
পলাশ আনন্দমূর্তি জীবনের ফাল্গুনদিনের polash anondomurti jiboner falgundiner [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
পলাশ-আনন্দমূর্তি জীবনের ফাগুনদিনের,
আজ এই সম্মানহীনের
দরিদ্র বেলায় দিলে দেখা
যেথা আমি সাথিহীন একা
উৎসবের প্রাঙ্গণ-বাহিরে
শস্যহীন মরুময় তীরে।
![পলাশ আনন্দমূর্তি জীবনের ফাল্গুনদিনের polash anondomurti jiboner falgundiner [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 পলাশ আনন্দমূর্তি জীবনের ফাল্গুনদিনের polash anondomurti jiboner falgundiner [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-4-1.jpg)
যেখানে এ ধরণীর প্রফুল্ল প্রাণের কুঞ্জ হতে
অনাদৃত দিন মোর নিরুদ্দেশ স্রোতে
ছিন্নবৃন্ত চলিয়াছে ভেসে
বসন্তের শেষে।
তবুও তো কৃপণতা নাই তব দানে,
যৌবনের পূর্ণ মূল্য দিলে মোর দীপ্তিহীন প্রাণে,
অদৃষ্টের অবজ্ঞারে কর নি স্বীকার —
ঘুচাইলে অবসাদ তার;
জানাইলে চিত্তে মোর লভি অনুক্ষণ
সুন্দরের অভ্যর্থনা, নবীনের আসে নিমন্ত্রণ।
আরও দেখুনঃ
ননীলাল বাবু যাবে লঙ্কা nanilal babu jabe lonka [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
ভোলানাথ লিখেছিল bholanath likhechhilo [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
একটা খোঁড়া ঘোড়ার পরে ekta khora ghorar pore [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
স্ত্রীর বোন চায়ে তার strir bon chaye tar [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
ভুত হয়ে দেখা দিল bhut hoye dekha dilo [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর