পাঁচদিন ভাত নেই দুধ একরত্তি কবিতা | pachdin bhat nei dudh ekrotti kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

পাঁচদিন ভাত নেই দুধ একরত্তি কবিতাটি [ pachdin bhat-nei dudh ekrotti kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর খাপছাড়া-কাব্যগ্রন্থের অংশ।

পাঁচদিন ভাত নেই দুধ একরত্তি

রবীন্দ্রনাথ ঠাকুর 

কাব্যগ্রন্থের নামঃ খাপছাড়া

কবিতার নামঃ পাঁচদিন ভাত নেই দুধ একরত্তি

 

পাঁচদিন ভাত নেই দুধ একরত্তি কবিতা | pachdin bhat nei dudh ekrotti kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

পাঁচদিন ভাত নেই দুধ একরত্তি কবিতা | pachdin bhat-nei dudh ekrotti kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

পাঁচদিন ভাত নেই, দুধ একরত্তি–

  জ্বর গেল, যায় না যে তবু তার পথ্যি।

সেই চলে জলসাবু,     সেই ডাক্তারবাবু,

  কাঁচা কুলে আমড়ায় তেমনি আপত্তি।

  ইস্কুলে যাওয়া নেই সেইটে যা মঙ্গল–

  পথ খুঁজে ঘুরিনেকো গণিতের জঙ্গল।

কিন্তু যে বুক ফাটে      দূর থেকে দেখি মাঠে

  ফুটবল-ম্যাচে জমে ছেলেদের দঙ্গল।

   কিনুরাম পণ্ডিত, মনে পড়ে, টাক তার–

   সমান ভীষণ জানি চুনিলাল ডাক্তার।

খুলে ওষুধের ছিপি     হেসে আসে টিপিটিপি–

   দাঁতের পাটিতে দেখি, দুটো দাঁত ফাঁক তার।

   জ্বরে বাঁধে ডাক্তারে, পালাবার পথ নেই;

   প্রাণ করে হাঁসফাঁস যত থাকি যত্নেই।

জ্বর গেলে মাস্টারে     গিঁঠ দেয় ফাঁসটারে–

   আমারে ফেলেছে সেরে এই দুটি রত্নেই।

পাঁচদিন ভাত নেই দুধ একরত্তি কবিতা | pachdin bhat nei dudh ekrotti kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

আরও দেখুনঃ 

Amar Rabindranath Logo

মন্তব্য করুন