পান্থ তুমি, পান্থ-জনের সখা হে pantho tumi panthojoner sokha he [ কবিতা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : গীতালি [ ১৯১৪ ]
কবিতার শিরোনামঃ পা-ন্থ তুমি, পান্থ-জনের সখা হে
![পান্থ তুমি, পান্থজনের সখা হে pantho tumi panthojoner sokha he [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 পান্থ তুমি, পান্থজনের সখা হে pantho tumi panthojoner sokha he [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-8-1.jpg)
পান্থ তুমি, পান্থজনের সখা হে pantho tumi panthojoner sokha he [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
পা-ন্থ তুমি, পান্থ-জনের সখা হে,
পথে চলাই সেই তো তোমায় পাওয়া।
যাত্রাপথের আনন্দগান যে গাহে
তারি কণ্ঠে তোমারি গান গাওয়া।
![পান্থ তুমি, পান্থজনের সখা হে pantho tumi panthojoner sokha he [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 পান্থ তুমি, পান্থজনের সখা হে pantho tumi panthojoner sokha he [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-9-1.jpg)
চায় না সে জন পিছন-পানে ফিরে,
বায় না তরী কেবল তীরে তীরে,
তুফান তারে ডাকে অকূল নীরে
যার পরানে লাগল তোমার হাওয়া।
পথে চলাই সেই তো তোমায় পাওয়া।
পা-ন্থ তুমি, পান্থ-জনের সখা হে,
পথিক-চিত্তে তোমার তরী বাওয়া।
দুয়ার খুলে সমুখ-পানে যে চাহে
তার চাওয়া যে তোমার পানে চাওয়া।
বিপদ বাধা কিছুই ডরে না সে,
রয় না পড়ে কোনো লাভের আশে,
যাবার লাগি মন তারি উদাসে–
যাওয়া সে যে তোমার পানে যাওয়া।
![পান্থ তুমি, পান্থজনের সখা হে pantho tumi panthojoner sokha he [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 4 পান্থ তুমি, পান্থজনের সখা হে pantho tumi panthojoner sokha he [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-10.jpg)
পথে চলাই সেই তো তোমায় পাওয়া।
আরও পড়ুনঃ
ঘরের থেকে এনেছিলেম ghorer theke enechhilem [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
আমার সুরের সাধন রইল পড়ে amar surer sadhon roilo pore [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
ওগো আমার হৃদয়বাসী ogo amar hridoybasi [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর