পুরাতন puraton [ কবিতা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : মহুয়া [ ১৯২৯ ]
কবিতার শিরোনামঃ পুরাতন puraton
![পুরাতন puraton [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর 2 পুরাতন puraton [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-16-234x300.jpg)
পুরাতন puraton [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর
যে গান গাহিয়াছিনু কবেকার দক্ষিণ বাতাসে
সে গান আমার কাছে কেন আজ ফিরে ফিরে আসে
শরতের অবসানে। সেদিনের সাহানার সুর
![পুরাতন puraton [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর 3 পুরাতন puraton [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-12.jpg)
আজি অসময়ে এসে অকারণে করিছে বিধুর
মধ্যাহ্নের আকাশেরে; দিগন্তের অরণ্যরেখায়
দূর অতীতের বাণী লিপ্ত আছে অস্পষ্ট লেখায়,
তাহারে ফুটাতে চাহে। পথভ্রান্ত করুণ গুঞ্জনে
মধু আহরিতে ফিরে, সেদিনের অকৃপণ বনে
যে চামেলিবল্লী ছিল তারি শূন্য দানসত্র হতে।
![পুরাতন puraton [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর 4 পুরাতন puraton [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-17-300x237.jpg)
ছায়াতে যা লীন হল তারে খোঁজে নিষ্ঠুর আলোতে।
শীতরিক্ত শাখা ছেড়ে পাখি গেছে সিন্ধুপারে চলি,
তারি কুলায়ের কাছে সে কালের বিস্মৃত কাকলি
বৃথাই জাগাতে আসে। যে তারকা অস্তে গেল দূরে
তাহারি স্পন্দন ও-যে ধরিয়া এনেছে নিজ সুরে।
প্রেমের সোনা premer sona [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
স্নানসমাপন snansomapon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
প্রথম পূজা prothom puja [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর