পেঁচোটাকে মাসি তার কবিতাটি [ pechotake masi-tar kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর খাপছাড়া কাব্যগ্রন্থের অংশ।
পেঁচোটাকে মাসি তার
কাব্যগ্রন্থের নামঃ খাপছাড়া
কবিতার নামঃ পেঁচোটাকে-মাসি তার

পেঁচোটাকে মাসি তার কবিতা | pechotake masi-tar kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
পেঁচোটাকে-মাসি তার
যত দেয় আস্করা,
মুশকিল ঘটে তত
এক সাথে বাস করা।
হঠাৎ চিমটি কাটে
কপালের চামড়ায়–
বলে সে, “এমনি ক’রে
ভিমরুল কামড়ায়।’
আমার বিছানা নিয়ে
খেলা ওর চাষ-করা–
মাথার বালিশ থেকে
তুলোগুলো হ্রাস-করা।
আরও দেখুনঃ
- স্ত্রীর বোন চায়ে তার strir bon chaye tar [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
- ব্রিজটার প্ল্যান দিল bridge tar plan dilo [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
- হাস্যদমনকারী গুরু hasyodomonkari guru [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
- সর্দিকে সোজাসুজি sordike sojasuji [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
- রান্নার সব ঠিক rannar sob thik [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
- বহু কোটি যুগ পরে bohu koti juger pore [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর