প্রস্তর মূর্ত্তি
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : চিত্রা
কবিতার শিরনামঃ প্রস্তর-মূর্ত্তি
![প্রস্তর মূর্ত্তি porstor murti [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 2 প্রস্তর মূর্ত্তি porstor murti [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-15-1.jpg)
প্রস্তর মূর্ত্তি porstor murti [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
হে নির্ব্বাক্ অচঞ্চল পাষাণ-সুন্দরী,
দাঁড়ায়ে রয়েছ তুমি কত বর্ষ ধরি’
অনম্বরা অনাসক্তা চির একাকিনী
আপন সৌন্দর্য্য ধ্যানে দিবস যামিনী
তপস্যা-মগনা। সংসারের কোলাহল
তােমারে আঘাত করে নিয়ত নিস্ফল,-
জন্ম মৃত্যু দুঃখ সুখ অন্ত অভ্যুদয়
তরঙ্গিত চারিদিকে চরাচরময়,
তুমি উদাসিনী! মহাকাল পদতলে
মুগ্ধনেত্রে ঊর্দ্ধমুখে রাত্রিদিন বলে
“কথা কও, কথা কও, কথা কও প্রিয়ে,
কথা কও, মৌন বধু, রয়েছি চাহিয়ে!”
তুমি চির বাক্যহীন, তব মহাবাণী
পাষাণে আবদ্ধ, ওগাে সুন্দরী পাষাণী!
আরও দেখুনঃ