প্রাইমারি-ইস্কুলে
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : খাপছাড়া [ ১৯৩৭ ]
কবিতার শিরনামঃ প্রাইমারি-ইস্কুলে
![প্রাইমারি ইস্কুলে primary iskule [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 প্রাইমারি ইস্কুলে primary iskule [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-12-1-300x158.jpg)
Table of Contents
প্রাইমারি ইস্কুলে primary iskule [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
প্রাইমারি -স্কুলে
প্রায়-মারা পণ্ডিত
সব কাজ ফেলে রেখে
ছেলে করে দণ্ডিত।
নাকে খত দিয়ে দিয়ে
ক্ষয়ে গেল যত নাক,
কথা-শোনবার পথ
টেনে টেনে করে ফাঁক;
ক্লাসে যত কান ছিল
সব হল খণ্ডিত,
বেঞ্চিটেঞ্চিগুলো
লণ্ডিত ভণ্ডিত।
আরও দেখুনঃ