প্রাচীন ভারত
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : চৈতালী
কবিতার শিরনামঃ প্রাচীন-ভারত
![প্রাচীন ভারত prachin bharat [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 1 প্রাচীন ভারত prachin bharat [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-2-1.jpg)
প্রাচীন ভারত prachin bharat [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
দিকে দিকে দেখা যায় বিদর্ভ, বিরাট,
অযোধ্যা, পাঞ্চাল, কাঞ্চী উদ্ধতললাট
স্পর্ধিছে অম্বরতল অপাঙ্গ-ইঙ্গিতে,
অশ্বের হ্রেষায় আর হস্তীর বৃংহিতে,
অসির ঝঞ্ঝনা আর ধনুর টংকারে,
বীণার সংগীত আর নূপুরঝংকারে,
বন্দীর বন্দনারবে, উৎসব-উচ্ছ্বাসে,
![প্রাচীন ভারত prachin bharat [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 2 প্রাচীন ভারত prachin bharat [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-3-1.jpg)
উন্নাদ শঙ্খের গর্জে, বিজয়-উল্লাসে,
রথের ঘর্ঘরমন্দ্রে, পথের কল্লোলে
নিয়ত ধ্বনিত ধ্মাত কর্মকলরোলে।
ব্রাহ্মণের তপোবন অদূরে তাহার,
নির্বাক্ গম্ভীর শান্ত সংযত উদার।
হেথা মত্ত স্ফীতস্ফূর্ত ক্ষত্রিয়গরিমা,
হোথা স্তব্ধ মহামৌন ব্রাহ্মণমহিমা।
আরও দেখুনঃ
“প্রাচীন ভারত prachin bharat [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর”-এ 1-টি মন্তব্য