ফসল কাটা হলে সারা মাঠ
কাব্যগ্রন্থ : আরোগ্য [ ১৯৪১ ]
কবিতার শিরনামঃ ফসল কাটা হলে সারা মাঠ
ফসল কাটা হলে সারা মাঠ phosol kata hole sara math [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
ফসল কাটা হলে সারা মাঠ হয়ে যায় ফাঁক;
অনাদরের শস্য গজায়, তুচ্ছ দামের শাক।
আঁচল ভরে তুলতে আসে গরিব-ঘরের মেয়ে,
খুশি হয়ে বাড়িতে যায়, যা জোটে তাই পেয়ে।
আজকে আমার চাষ চলে না, নাই লাঙলের বালাই;
পোড়ো মাঠের কুঁড়েমিতে মন্থর দিন চালাই।
জমিতে রস কিছু আছে, শক্ত যায় নি আঁটি;
ফলায় না সে ফল তবুও সবুজ রাখে মাটি।
![ফসল কাটা হলে সারা মাঠ phosol kata hole sara math [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 ফসল কাটা হলে সারা মাঠ phosol kata hole sara math [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2022/05/tagore-617-1588832009-1620362487-300x169.jpeg)
শ্রাবণ আমার গেছে চলে, নাই বাদলের ধারা;
অঘ্রান সে সোনার ধানের দিন করেছে সারা।
চৈত্র আমার রোদে পোড়া, শুকনো যখন নদী,
বুনো ফলের ঝোপের তলায় ছায়া বিছায় যদি,
জানব আমার শেষের মাসে ভাগ্য দেয় নি ফাঁকি,
শ্যামল ধরার সঙ্গে আমার বাঁধন রইল বাকি।
আরও দেখুনঃ
- দিন পরে যায় দিন স্তব্ধ বসে থাকি din pore jay din stobdo boshe thaki [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
- খ্যাতি নিন্দা পার হয়ে khyati ninda par hoye [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
- প্রত্যহ প্রভাতকালে ভক্ত এ কুকুর protyoho probhatkale bhokto e kukur [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
- ভালোবাসা এসেছিল একদিন bhalobasa esechhilo ekdin [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
- দ্বার খোলা ছিল মনে dar khola chhilo mone [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
![ফসল কাটা হলে সারা মাঠ phosol kata hole sara math [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 5 ফসল কাটা হলে সারা মাঠ phosol kata hole sara math [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-2022-04-02T183741.938-1.jpg)