বজ্র যথা বর্ষণেরে আনে অগ্রসরি bojro jotha borshonere ane ogrosori [ কবিতা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : স্মরণ [ ১৯৬১]
কবিতার শিরোনামঃ বজ্র যথা বর্ষণেরে আনে অগ্রসরি
![বজ্র যথা বর্ষণেরে আনে অগ্রসরি bojro jotha borshonere ane ogrosori [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 বজ্র যথা বর্ষণেরে আনে অগ্রসরি bojro jotha borshonere ane ogrosori [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-7-1.jpg)
বজ্র যথা বর্ষণেরে আনে অগ্রসরি bojro jotha borshonere ane ogrosori [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
বজ্র যথা বর্ষণেরে আনে অগ্রসরি
কে জানিত তব শোক সেইমতো করি
![বজ্র যথা বর্ষণেরে আনে অগ্রসরি bojro jotha borshonere ane ogrosori [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 বজ্র যথা বর্ষণেরে আনে অগ্রসরি bojro jotha borshonere ane ogrosori [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-5-1-300x150.jpg)
আনি দিবে অকস্মাৎ জীবনে আমার
বাধাহীন মিলনের নিবিড় সঞ্চার!
মোর অশ্রুবিন্দুগুলি কুড়ায়ে আদরে
গাঁথিয়া সীমন্তে পরি ব্যর্থশোক-‘পরে
নীরবে হানিছ তব কৌতুকের হাসি।
![বজ্র যথা বর্ষণেরে আনে অগ্রসরি bojro jotha borshonere ane ogrosori [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 4 বজ্র যথা বর্ষণেরে আনে অগ্রসরি bojro jotha borshonere ane ogrosori [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-2-1.jpg)
ক্রমে সবা হতে যত দূরে গেলে ভাসি
তত মোর কাছে এলে। জানি না কী করে
সবারে বঞ্চিয়া তব সব দিলে মোরে।
মৃত্যু-মাঝে আপনারে করিয়া হরণ
আমার জীবনে তুমি ধরেছ জীবন,
আমার নয়নে তুমি পেতেছ আলোক–
এই কথা মনে জানি নাই মোর শোক।
কোন আলোতে প্রাণের প্রদীপ kon alote praner prodip [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
গান গাওয়ালে আমায় তুমি gan gaoyale amay tumi [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
এসো হে এসো সজল ঘন eso he eso sojol ghano [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর