বটে আমি-উদ্ধত
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : খাপছাড়া [ ১৯৩৭ ]
কবিতার শিরনামঃ বটে আমি-উদ্ধত
![বটে আমি উদ্ধত bote ami uddhoto [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 বটে আমি উদ্ধত bote ami uddhoto [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-17.jpg)
Table of Contents
বটে আমি উদ্ধত bote ami uddhoto [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
বটে-আমি উদ্ধত,
নই তবু ক্রুদ্ধ তো,
শুধু ঘরে মেয়েদের সাথে মোর যুদ্ধ তো।
যেই দেখি গুণ্ডায়
ক্ষমি হেঁটমুণ্ডায়,
দুর্জন মানুষেরে ক্ষমেছেন বুদ্ধ তো।
পাড়ায় দারোগা এলে দ্বার করি রুদ্ধ তো–
সাত্ত্বিক সাধকের এ আচার শুদ্ধ তো।
![বটে আমি উদ্ধত bote ami uddhoto [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 আমি পথিক, পথ আমারি সাথি ami pothik poth amari sathi [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-10-1.jpg)
আরও দেখুনঃ