বন্দিনী bondini [ কবিতা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : মহুয়া [ ১৯২৯ ]
কবিতার শিরোনামঃ বন্দিনী
![বন্দিনী bondini [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 বন্দিনী bondini [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-40-8.jpeg)
বন্দিনী bondini [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
তুমি বনের পুব পবনের সাথী,
বাদল মেঘের পথে তোমার ডানার মাতামাতি।
ওগো পাখি, বাঁধনহারা পাখি,
খাঁচার কোণে এই বিজনে আপন মনে থাকি।
![বন্দিনী bondini [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 বন্দিনী bondini [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-40-4.jpeg)
হায় অজানা, জানি না সে
উধাও তুমি কোন্ আকাশে,
কোন্ তমালের কাননতলে মধ্যদিনের তাপে
বনচ্ছায়ার শিরায় শিরায় তোমারি সুর কাঁপে।
কোন্ রঙনে রঙিন তোমার পাখা?
তোমার সোনার বরনখানি ভাবনাতে মোর আঁকা
ওগো পাখি, বাঁধনহারা পাখি,
মুক্তরূপের ধ্যানের ছায়ায় মগ্ন আমার আঁখি।
বন্দী মনের বদ্ধ ডানা,
চতুর্দিকে কঠোর মানা,
তোমার সাথে উড়ে চলার মিলন মাগি মনে–
শূন্যে সদাই গান ফেরে তাই অসীম অন্বেষণে।
গান গাওয়া মোর সেই মিলনের খেলা,
তোমার গানের ছন্দে আমার স্বপন-পাখা মেলা।
ওগো পাখি,বাঁধনহারা পাখি,
মনে মনে তোমায় পরাই গানের গাঁথন রাখি।
![বন্দিনী bondini [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 4 বন্দিনী bondini [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-40-9.jpeg)
আজি আমার সুরের মাঝে
দূরের ডানার শব্দ বাজে,
মেঘের পথিক গানে আমার এল প্রাণের কূলে,
বিরহেরি আকাশতলে নিল আমায় তুলে।
গানের হাওয়ায় নিকট মিলায় দূরে–
দূর আসে সেই হাওয়ায় প্রাণের নিকট অন্তঃপুরে।
ওগো পাখি, বাঁধনহারা পাখি,
তোমার গানের মরীচিকায় শূন্য যে দাও ঢাকি।
বাঁধনে তাই জাদু লাগে,
বীণার তারে মূর্তি জাগে,
রাগিণীতে মুক্তি সে দেয়, ওগো আমার দূর,
তোমার দেওয়া না-শোনা গান বাঁধে যে তার সুর।
![বন্দিনী bondini [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 5 বন্দিনী bondini [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-40-2.jpeg)
আরও পড়ুনঃ
মনে হয়েছিল আজ সব-কটা দুর্গ্রহ mone hoyechhilo aj sob kotha durgroho [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
অনেক হাজার বছরের onek hajar bochhorer [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
দিনের প্রান্তে এসেছি diner prante esechhi [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর