কোন্ বরতা পাঠালে মোর পরানে kon barota pathale more porane [ কবি-তা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : গীতালি [ ১৯১৪ ]
কবি-তার শিরোনামঃ কোন্ বর-তা পাঠালে মোর পরানে
![কোন্ বরতা পাঠালে মোর পরানে kon barota pathale more porane [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 কোন্ বরতা পাঠালে মোর পরানে kon barota pathale more porane [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-2-1.jpg)
কোন্ বরতা পাঠালে মোর পরানে kon barota pathale more porane [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
কোন্ বর-তা পাঠালে মোর পরানে
আজি তোমার অরুণ-আলোয় কে জানে।
![কোন্ বরতা পাঠালে মোর পরানে kon barota pathale more porane [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 কোন্ বরতা পাঠালে মোর পরানে kon barota pathale more porane [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-4-1.jpg)
বাণী তোমার ধরে না মোর গগনে,
পাতায় পাতায় কাঁপে হৃদয়-কাননে,
বাণী তোমার ফোটে লতাবিতানে।
![কোন্ বরতা পাঠালে মোর পরানে kon barota pathale more porane [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 4 কোন্ বরতা পাঠালে মোর পরানে kon barota pathale more porane [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-55-4.jpeg)
তোমার বাণী বাতাসে সুর লাগালো,
নদীতে মোর ঢেউয়ের মাতন জাগালো।
তরী আমার আজ প্রভাতের আলোকে
এই বাতাসে পাল তুলে দিক পুলকে,
তোমার পানে যাক সে ভেসে উজানে।
রিক্ত rikto [ কবি-তা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
বাসাবাড়ি basabari [ কবি-তা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
আকাশ akash [ কবি-তা ] -রবীন্দ্রনাথ ঠাকুর