বর্ষাসন্ধ্যা
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : খেয়া [ ১৯০৬ ]
কবিতার শিরনামঃ বর্ষা’সন্ধ্যা
![বর্ষাসন্ধ্যা borshasondhya [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর 2 বর্ষাসন্ধ্যা borshasondhya [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-18-2.jpg)
Table of Contents
বর্ষাসন্ধ্যা borshasondhya [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
আমায় অমনি খুশি করে রাখো
কিছুই না দিয়ে–
শুধু তোমার বাহুর ডোরে
বাহু বাঁধিয়ে।
এমনি ধূসর মাঠের পারে
এমনি সাঁঝের অন্ধকারে
বাজাও আমার প্রাণের তারে
গভীর ঘা দিয়ে।
আমায় অমনি রাখো বন্দী করে
কিছুই না দিয়ে।
আমি আপনাকে আজ বিছিয়ে দেব
কিছুই না করি,
দু হাত মেলে দিয়ে, তোমার
চরণ পাকড়ি।
আষাঢ়-রাতের সভায় তব
কোনো কথাই নাহি কব,
বুক দিয়ে সব চেপে লব
নিখিল আঁকড়ি।
আমি রাতের সাথে মিশিয়ে রব
কিছুই না করি।
আজ বাদল-হাওয়ায় কোথা রে জুঁই
গন্ধে মেতেছে।
লুপ্ত তারার মালা কে আজ
লুকিয়ে গেঁথেছে।
আজি নীরব অভিসারে
কে চলেছে আকাশপারে,
কে আজি এই অন্ধকারে
শয়ন পেতেছে।
আজ বাদল-হাওয়ায় জুঁই আপনার
গন্ধে মেতেছে।
ওগো, আজকে আমি সুখে রব
কিছুই না নিয়ে–
আপন হতে আপন-মনে
সুধা ছানিয়ে।
বনে হতে বনান্তরে
ঘনধারায় বৃষ্টি ঝরে
নিদ্রাবিহীন নয়ন-‘পরে
স্বপন বানিয়ে।
ওগো, আজকে পরান ভরে লব
কিছুই না নিয়ে।
আরও দেখুনঃ