বাঁচান বাঁচি, মারেন মরি , পূজা ৪৫৪ | bachan bachi moren mori

বাঁচান বাঁচি, মা-রেন মরি , পূজা ৪৫৪    রবীন্দ্রনাথ ঠাকুর এফআরএএস (৭ মে ১৮৬১ – ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ – ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক।তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়।

 

বাঁচান বাঁচি, মারেন মরি , পূজা ৪৫৪ | Bachan bachi moren mori

রাগ: বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৩১৬

 

বাঁচান বাঁচি, মারেন মরি , পূজা ৪৫৪ | Bachan bachi moren mori
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

বাঁচান বাঁচি, মারেন মরি।

বলো ভাই, ধন্য হরি॥

ধন্য হরি ভবের নাটে, ধন্য হরি রাজ্যপাটে।

ধন্য হরি শ্মশান-ঘাটে, ধন্য হরি, ধন্য হরি।

সুধা দিয়ে মাতান যখন ধন্য হরি, ধন্য হরি।

ব্যথা দিয়ে কাঁদান যখন ধন্য হরি, ধন্য হরি।

আত্মজনের কোলে বুকে ধন্য হরি হাসিমুখে,

ছাই দিয়ে সব ঘরের সুখে ধন্য হরি, ধন্য হরি॥

আপনি কাছে আসেন হেসে ধন্য হরি, ধন্য হরি।

খুঁজিয়ে বেড়ান দেশে দেশে ধন্য হরি, ধন্য হরি।

ধন্য হরি স্থলে জলে, ধন্য হরি ফুলে ফলে,

ধন্য হৃদয়পদ্মদলে চরণ-আলোয় ধন্য করি॥

 

বাঁচান বাঁচি, মারেন মরি , পূজা ৪৫৪ | Bachan bachi moren mori
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল।আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন।১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকা-এ তার “অভিলাষ” কবিতাটি প্রকাশিত হয়।

 

বাঁচান বাঁচি, মারেন মরি , পূজা ৪৫৪ | Bachan bachi moren mori
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]
আরও দেখুনঃ

মন্তব্য করুন