বাঁ-ধা দিলে বাধবে লড়াই badha dile badhbe lorai [ কবি-তা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : গীতালি [ ১৯১৪ ]
কবি-তার শিরোনামঃ বাঁধা দিলে বাধবে লড়াই
![বাঁধা দিলে বাধবে লড়াই badha dile badhbe lorai [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 বাঁধা দিলে বাধবে লড়াই badha dile badhbe lorai [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-39-10.jpeg)
বাঁধা দিলে বাধবে লড়াই badha dile badhbe lorai [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
বাঁ-ধা দিলে বাধবে লড়াই,
মরতে হবে।
![বাঁধা দিলে বাধবে লড়াই badha dile badhbe lorai [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 বাঁধা দিলে বাধবে লড়াই badha dile badhbe lorai [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-40-1.jpeg)
পথ জুড়ে কী করবি বড়াই?
সরতে হবে।
লুঠ-করা ধন ক’রে জড়ো
কে হতে চাস সবার বড়ো,
এক নিমেষে পথের ধুলায়
পড়তে হবে।
নাড়া দিতে গিয়ে তোমায়
নড়তে হবে।
নীচে বসে আছিস কে রে,
কাঁদিস কেন।
লজ্জা-ডোরে আপনাকে রে
বাঁধিস কেন।
ধনী যে তুই দুঃখধনে
সেই কথাটি রাখিস মনে,
ধুলার ‘পরে স্বর্গ তোমায়
গড়তে হবে।
বিনা অস্ত্র বিনা সহায়
লড়তে হবে।
![বাঁধা দিলে বাধবে লড়াই badha dile badhbe lorai [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 5 বাঁধা দিলে বাধবে লড়াই badha dile badhbe lorai [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-40-5.jpeg)
আরও পড়ুনঃ
যাবার আগে jabar age [ কবি-তা ] -রবীন্দ্রনাথ ঠাকুর