বাংলাদেশের-মানুষ হয়ে
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : খাপছাড়া [ ১৯৩৭ ]
কবিতার শিরনামঃ বাংলাদেশের-মানুষ হয়ে
![বাংলাদেশের মানুষ হয়ে bangladesher manush hoye [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 বাংলাদেশের মানুষ হয়ে bangladesher manush hoye [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-4.jpg)
Table of Contents
বাংলাদেশের মানুষ হয়ে bangladesher manush hoye [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
বাংলাদেশের-মানুষ হয়ে
ছুটিতে ধাও চিতোরে,
কাঁচড়াপাড়ার জলহাওয়াটা
লাগল এতই তিতো রে?
মরিস ভয়ে ঘরের প্রিয়ার,
পালাস ভয়ে ম্যালেরিয়ার,
হায় রে ভীরু, রাজপুতানার
ভূত পেয়েছে কী তোরে।
লড়াই ভালোবাসিস, সে তো
আছেই ঘরের ভিতরে।
![বাংলাদেশের মানুষ হয়ে bangladesher manush hoye [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 পান্থ তুমি, পান্থজনের সখা হে pantho tumi panthojoner sokha he [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-9-1.jpg)
আরও দেখুনঃ