বাজিয়েছিলে বীণা তোমার bajiyechhile bina tomar [ কবিতা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : গীতালি [ ১৯১৪ ]
কবিতার শিরোনামঃ বাজিয়েছিলে বীণা তোমার
![বাজিয়েছিলে বীণা তোমার bajiyechhile bina tomar [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 বাজিয়েছিলে বীণা তোমার bajiyechhile bina tomar [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-with-Einstein-300x225.jpg)
বাজিয়েছিলে বীণা তোমার bajiyechhile bina tomar [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
বাজি-য়েছিলে বীণা তোমার
দিই বা না দিই মন।
![বাজিয়েছিলে বীণা তোমার bajiyechhile bina tomar [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 বাজিয়েছিলে বীণা তোমার bajiyechhile bina tomar [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-with-Jawharlal-Neheru-300x213.jpg)
আজ প্রভাতে তারি ধ্বনি
শুনি সকল ক্ষণ।
কত সুরের লীলা সে যে
দিনে রাত্রে উঠল বেজে,
জীবন আমার গানের মালা
করেছ কল্পন।
![বাজিয়েছিলে বীণা তোমার bajiyechhile bina tomar [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 4 বাজিয়েছিলে বীণা তোমার bajiyechhile bina tomar [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-with-Mahatma-Gandhi-300x225.jpg)
আজ শরতের নীলাকাশে,
আজ সবুজের খেলায়,
আজ বাতাসের দীর্ঘশ্বাসে,
আজ চামেলির মেলায়–
কত কালের গাঁথা বাণী
আমার প্রাণের সে গানখানি
তোমার গলায় দোলে যেন
করিনু দর্শন।
![বাজিয়েছিলে বীণা তোমার bajiyechhile bina tomar [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 5 বাজিয়েছিলে বীণা তোমার bajiyechhile bina tomar [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-with-Students-2-292x300.jpg)
আরও পড়ুনঃ
যেতে যেতে একলা পথে jete jete ekla pothe [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
না বাঁচাবে আমায় যদি na bachabe amay jodi [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর