বালিশ নেই-সে ঘুমোতে যায়
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : খাপছাড়া [ ১৯৩৭ ]
কবিতার শিরনামঃ বালিশ নেই-সে ঘুমোতে যায়
![বালিশ নেই সে ঘুমোতে যায় balish nei se ghumota jay [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 বালিশ নেই সে ঘুমোতে যায় balish nei se ghumota jay [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-15.jpg)
Table of Contents
বালিশ নেই সে ঘুমোতে যায় balish nei se ghumota jay [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
বালিশ নেই-সে ঘুমোতে যায় মাথার নিচে ইঁট দিয়ে।
কাঁথা নেই; সে প’ড়ে থাকে রোদের দিকে পিঠ দিয়ে।
শ্বশুর বাড়ি নেমন্তন্ন, তাড়াতাড়ি তারই জন্য
ছেঁড়া গামছা পরেছে সে তিনটে-চারটে গিঁঠ দিয়ে।
ভাঙা ছাতার বাঁটখানাতে ছড়ি ক’রে চায় বানাতে,
রোদে মাথা সুস্থ করে ঠাণ্ডা জলের ছিট দিয়ে।
হাসির কথা নয় এ মোটে, খেঁকশেয়ালিই হেসে ওঠে
যখন রাতে পথ করে সে হতভাগার ভিট দিয়ে।
আরও দেখুনঃ