বিস-র্জন bisorjon [ কবিতা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : প্রভাত সংগীত
কবিতার শিরোনামঃ বিসর্জন
![বিসর্জন bisorjon [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর 2 বিসর্জন bisorjon [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-7-2-e1649150434648.jpg)
বিসর্জন bisorjon [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর
যে তোরে বাসেরে ভাল, তারে ভালবেসে বাছা,
চিরকাল মুখে তুই রোস।
বিদায়। মোদের ঘরে রতন আছিলি তুই,
এখন তাহারি তুই হোস।
আমাদের আশীর্বাদ নিয়ে তুই যারে
এক পরিবার হতে অন্য পরিবারে।
সুখ শান্তি নিয়ে যাস তোর পাছে পাছে,
দুঃখ জ্বালা রেখে যাস আমাদের কাছে।
![বিসর্জন bisorjon [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর 3 বিসর্জন bisorjon [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-9-2.jpg)
হেথা রাখিতেছি ধরে, সেথা চাহিতেছে তোরে,
দেরি হোলো, যা তাদের কাছে।
প্রাণের বাছাটি মোর, লক্ষ্মীর প্রতিমা তুই,
দুইটি কর্তব্য তোর আছে।
একটু বিলাপ যাস আমাদের দিয়ে,
তাহাদের তরে আশা যাস সাথে নিয়ে;
এক বিন্দু অশ্রু দিস আমাদের তরে,
হাসিটি লইয়া যাস তাহাদের ঘরে।
আরও পড়ুনঃ