বেলা-আটটার কমে
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : খাপছাড়া [ ১৯৩৭ ]
কবিতার শিরনামঃ বেলা-আটটার কমে
![বেলা আটটার কমে bela attar kome [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 বেলা আটটার কমে bela attar kome [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-5-1-300x150.jpg)
Table of Contents
বেলা আটটার কমে bela attar kome [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
বেলা-আটটার কমে
খোলে না তো চোখ সে।
সামলাতে পারে না যে
নিদ্রার ঝোঁক সে।
জরিমানা হলে বলে,–
“এসেছি যে মা ফেলে,
আমার চলে না দিন
মাইনেটা না পেলে।
তোমার চলবে কাজ
যে ক’রেই হোক সে,
আমারে অচল করে
মাইনের শোক সে।’
![বেলা আটটার কমে bela attar kome [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 বিশ্বজোড়া ফাঁদ পেতেছ bishwajora phad petechho [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-3-1.jpg)
আরও দেখুনঃ