ভা’ঙন
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : সানাই [ ১৯৪০ ]
কবিতার শিরনামঃ ভা’ঙন
![ভাঙন bhangon [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর 2 ভাঙন bhangon [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-12-300x158.jpg)
ভাঙন bhangon [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
কোন্ ভা’ঙনের পথে এলে
আমার সুপ্ত রাতে।
ভাঙল যা তাই ধন্য হল
নিঠুর চরণ-পাতে।
রাখব গেঁথে তারে
কমলমণির হারে,
দুলবে বুকে গোপন বেদনাতে।
সেতারখানি নিয়েছিলে
অনেক যতনভরে–
তার যবে তার ছিন্ন হল
ফেললে ভূমি-‘পরে।
নীরব তাহার গান
রইল তোমার দান–
ফাগুন-হাওয়ার মর্মে বাজে
গোপন মত্ততাতে।
![ভাঙন bhangon [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর 3 হে জনসমুদ্র, আমি ভাবিতেছি মনে he jonosomudro, ami vabitechi mone [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-11-1.jpg)
আরও দেখুনঃ
- উৎসর্গ ১৯০৪ | কাব্যগ্রন্থ | কবিতা সূচি | রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতাঞ্জলি | কাব্যগ্রন্থ | কবিতা সূচি | রবীন্দ্রনাথ ঠাকুর
- এই তো তোমার প্রেম ওগো হৃদয়হরণ | ei to tomar prem ogo hridoyhoron | [ কবিতা ] –রবীন্দ্রনাথ ঠাকুর
- গর্ব করে নিই নে ও নাম, জান অন্তর্যামী | gorbo kore nei ne o nam, jan ontorjami | [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
- আমার মিলন লাগি তুমি আসছ কবে থেকে | amar milon lagi tumi ashcho kobe theke [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর