ভুত হয়ে দেখা দিল কবিতাটি [ bhut hoye dekha-dilo kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর খাপছাড়া কাব্যগ্রন্থের অংশ।
ভুত হয়ে দেখা দিল
কাব্যগ্রন্থের নামঃ খাপছাড়া
কবিতার নামঃ ভুত হয়ে-দেখা দিল

ভুত হয়ে দেখা দিল কবিতা | bhut hoye dekha-dilo kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
ভুত হয়ে-দেখা দিল
বড়ো কোলাব্যাঙ,
এক পা টেবিলে রাখে,
কাঁধে এক ঠ্যাঙ।
বনমালী খুড়ো বলে, —
“করো মোরে রক্ষে,
শীতল দেহটি তব
বুলিয়ো না বক্ষে।’
উত্তর দেয় না সে,
দেয় শুধু “ক্যাঙ’।

আরও দেখুনঃ
- স্ত্রীর বোন চায়ে তার strir bon chaye tar [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
- ব্রিজটার প্ল্যান দিল bridge tar plan dilo [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
- হাস্যদমনকারী গুরু hasyodomonkari guru [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
- সর্দিকে সোজাসুজি sordike sojasuji [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
- রান্নার সব ঠিক rannar sob thik [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
- বহু কোটি যুগ পরে bohu koti juger pore [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর