ভুত হয়ে-দেখা দিল
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : খাপছাড়া [ ১৯৩৭ ]
কবিতার শিরনামঃ ভুত হয়ে-দেখা দিল
![ভুত হয়ে দেখা দিল bhut hoye dekha dilo [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 ভুত হয়ে দেখা দিল bhut hoye dekha dilo [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-3-1.jpg)
Table of Contents
ভুত হয়ে দেখা দিল bhut hoye dekha dilo [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
ভুত হয়ে-দেখা দিল
বড়ো কোলাব্যাঙ,
এক পা টেবিলে রাখে,
কাঁধে এক ঠ্যাঙ।
বনমালী খুড়ো বলে, —
“করো মোরে রক্ষে,
শীতল দেহটি তব
বুলিয়ো না বক্ষে।’
উত্তর দেয় না সে,
দেয় শুধু “ক্যাঙ’।
![ভুত হয়ে দেখা দিল bhut hoye dekha dilo [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 আজি নির্ভয়নিদ্রিত ভুবনে aji nirbhoy nidrito bhubone [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-18-2.jpg)
আরও দেখুনঃ