ভুল ভাঙা কবিতা । bhul bhanga kobita | মানসী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

ভুল ভাঙা কবিতা [ bhul bhanga kobita ] টি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর মানসী  কাব্যগ্রন্থের অংশ।

কাব্যগ্রন্থের নামঃ মানসী 

কবিতার নামঃ ভুল ভাঙা

ভুল ভাঙা কবিতা । bhul bhanga kobita | মানসী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

ভুল ভাঙা কবিতা । bhul bhanga kobita | মানসী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

বুঝেছি আমার নিশার স্বপন

                হয়েছে ভোর।

        মালা ছিল, তার ফুলগুলি গেছে,

                রয়েছে ডোর।

        নেই আর সেই চুপি-চুপি চাওয়া,

        ধীরে কাছে এসে ফিরে ফিরে যাওয়া–

        চেয়ে আছে আঁখি, নাই ও আঁখিতে

                প্রেমের ঘোর।

        বাহুলতা শুধু বন্ধনপাশ

                বাহুতে মোর।

        হাসিটুকু আর পড়ে না তো ধরা

                অধরকোণে,

        আপনারে আর চাহ না লুকাতে

                আপন মনে।

        স্বর শুনে আর উতলা হৃদয়

        উথলি উঠে না সারা দেহময়,

        গান শুনে আর ভাসে না নয়নে

                নয়নলোর।

        আঁখিজলরেখা ঢাকিতে চাহে না

                শরম চোর।

বসন্ত নাহি এ ধরায় আর

                আগের মতো,

        জ্যোৎস্নাযামিনী যৌবনহারা

                জীবনহত।

        আর বুঝি কেহ বাজায় না বীণা,

        কে জানে কাননে ফুল ফোটে কি না–

        কে জানে সে ফুল তোলে কি না কেউ

                ভরি আঁচোর।

        কে জানে সে ফুলে মালা গাঁথে কি না

                সারা প্রহর।

        বাঁশি বেজেছিল, ধরা দিনু যেই

                থামিল বাঁশি–

        এখন কেবল চরণে শিকল

                কঠিন ফাঁসি।

        মধু নিশা গেছে, স্মৃতি তারি আজ

        মর্মে মর্মে হানিতেছে লাজ–

        সুখ গেছে, আছে সুখের ছলনা

                হৃদয়ে তোর।

 

ভুল ভাঙা কবিতা । bhul bhanga kobita | মানসী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

        প্রেম গেছে, শুধু আছে প্রাণপণ

                মিছে আদর।

        কতই না জানি জেগেছ রজনী

                করুণ দুখে,

        সদয় নয়নে চেয়েছ আমার

                মলিন মুখে।

পরদুখভার সহে নাকো আর,

        লতায়ে পড়িছে দেহ সুকুমার–

        তবু আসি আমি পাষাণ হৃদয়

                বড়ো কঠোর।

        ঘুমাও, ঘুমাও, আঁখি ঢুলে আসে

                ঘুমে কাতর।

আরও দেখুনঃ

যোগাযোগ

পালের নৌকা কবিতা | paler nouka kobita | সেঁজুতি কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

পরিচয় কবিতা | poricoy kobita | সেঁজুতি কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

প্রতীক্ষা কবিতা রবীন্দ্র-নাথ | protikkha kobita | সেঁজুতি কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

নিঃশেষ কবিতা | nishesh kobita | সেঁজুতি কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

প্রাণের দান কবিতা | praner dan kobita | সেঁজুতি কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

মন্তব্য করুন