ভেঙেছে দুয়ার, এসেছ জ্যোতি-র্ময় bhengechho duyar esechho jyotirmoy [ কবিতা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : গীতালি [ ১৯১৪ ]
কবিতার শিরোনামঃ ভে-ঙেছে দুয়ার, এসেছ জ্যোতি-র্ময়
![ভেঙেছে দুয়ার, এসেছ জ্যোতির্ময় bhengechho duyar esechho jyotirmoy [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 ভেঙেছে দুয়ার, এসেছ জ্যোতির্ময় bhengechho duyar esechho jyotirmoy [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-28-215x300.jpg)
ভেঙেছে দুয়ার, এসেছ জ্যোতির্ময় bhengechho duyar esechho jyotirmoy [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
ভেঙে-ছে দুয়ার, এসেছ জ্যোতি-র্ময়
তোমারি হউক জয়।
তিমির-বিদার উদার অভ্যুদয়,
তোমারি হউক জয়।
হে বিজয়ী বীর, নবজীবনের প্রাতে
নবীন আশার খড়গ তোমার হাতে,
জীর্ণ আবেশ কাটো সুকঠোর ঘাতে–
বন্ধন হোক ক্ষয়।
তোমারি হউক জয়।
এসো দুঃসহ, এসো এসো নির্দয়,
তোমারি হউক জয়।
এসো নির্মল, এসো এসো নির্ভয়,
তোমারি হউক জয়।
প্রভাতসূর্য, এসেছ রুদ্রসাজে,
দুঃখের পথে তোমার তূর্য বাজে,
অরুণবহ্নি জ্বালাও চিত্ত-মাঝে–
মৃত্যুর হোক লয়।
তোমারি হউক জয়।
![ভেঙেছে দুয়ার, এসেছ জ্যোতির্ময় bhengechho duyar esechho jyotirmoy [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 4 ভেঙেছে দুয়ার, এসেছ জ্যোতির্ময় bhengechho duyar esechho jyotirmoy [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-31-300x225.jpg)
আরও পড়ুনঃ
বেলা আটটার কমে bela attar kome [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
বশীরহাটেতে বাড়ি boshirhatete bari [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
নাম তার চিনুলাল nam tar chinulal [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর