ভোলানাথ-লিখেছিল
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : খাপছাড়া [ ১৯৩৭ ]
কবিতার শিরনামঃ ভোলানাথ-লিখেছিল
![ভোলানাথ লিখেছিল bholanath likhechhilo [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 ভোলানাথ লিখেছিল bholanath-likhechhilo [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-16-1.jpg)
Table of Contents
ভোলানাথ লিখেছিল bholanath-likhechhilo [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
ভোলানাথ-লিখেছিল
তিন-চারে নব্বই–
গণিতের মার্কায়
কাটা গেল সর্বই।
তিন চারে বারো হয়,
মাস্টার তারে কয়;
“লিখেছিনু ঢের বেশি”
এই তার গর্বই।
![ভোলানাথ লিখেছিল bholanath likhechhilo [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 জন্মদিন jonmodin [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-19-1.jpg)
আরও দেখুনঃ