ভয় নেই আমি আজ কবিতাটি [ bhoy nei-ami aj kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর খাপছাড়া কাব্যগ্রন্থের অংশ।
ভয় নেই আমি আজ
কাব্যগ্রন্থের নামঃ খাপছাড়া
কবিতার নামঃ ভয় নেই-আমি আজ

ভয় নেই আমি আজ কবিতা | bhoy nei-ami aj kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
ভয় নেই-আমি আজ
রান্নাটা দেখছি।
চালে জলে মেপে, নিধু,
চড়িয়ে দে ডেকচি।
আমি গণি কলাপাতা,
তুমি এসো নিয়ে হাতা,
যদি দেখ, মেজবউ,
কোনোখানে ঠেকছি।
রুটি মেখে বেলে দিয়ো,
উনুনটা জ্বেলে দিয়ো,
মহেশকে সাথে নিয়ে
আমি নয় সেঁকছি।
![ভয় নেই আমি আজ কবিতা | bhoy nei ami aj kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর 3 ভয় নেই আমি আজ bhoy nei ami aj [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-10.jpg)
আরও দেখুনঃ