মম রুদ্ধমুকুলদলে এসো , প্রেম ৬৬ | Momo ruddomukuldole esho

মম রুদ্ধমুকুলদলে এসো , প্রেম ৬৬ | Momo ruddomukuldole esho  রবীন্দ্রনাথ ঠাকুর এফআরএএস (৭ মে ১৮৬১ – ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ – ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক।তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়।

 

মম রুদ্ধমুকুলদলে এসো , প্রেম ৬৬ | Momo ruddomukuldole esho

রাগ: ভৈরবী

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৩৪০

 

মম রুদ্ধমুকুলদলে এসো , প্রেম ৬৬ | Momo ruddomukuldole esho
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

মম রুদ্ধমুকুলদলে এসো:

মম রুদ্ধমুকুলদলে এসো সৌরভ-অমৃতে,

মম অখ্যাততিমিরতলে এসো গৌরবনিশীথে॥

এই মূল্যহারা মম শুক্তি, এসো মুক্তাকণায় তুমি মুক্তি–

মম মৌনী বীণার তারে এসো সঙ্গীতে॥

নব অরুণের এসো আহ্বান,

চিররজনীর হোক অবসান– এসো।

এসো শুভস্মিত শুকতারায়, এসো শিশির-অশ্রুধারায়,

সিন্দুর পরাও উষারে তব রশ্মিতে॥

 

মম রুদ্ধমুকুলদলে এসো , প্রেম ৬৬ | Momo ruddomukuldole esho
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল।আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন।১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকা-এ তার “অভিলাষ” কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তার প্রথম প্রকাশিত রচনা। ১৮৭৮ সালে মাত্র সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান।১৮৮৩ সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়। ১৮৯০ সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন।

 

মম রুদ্ধমুকুলদলে এসো , প্রেম ৬৬ | Momo ruddomukuldole esho
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]
আরও দেখুনঃ

মন্তব্য করুন