মরণমাতা কবিতাটি [ moronmata-kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর বীথিকা-কাব্যগ্রন্থের অংশ।
মরণমাতা moronmata
কাব্যগ্রন্থের নামঃ বীথিকা
কবিতার নামঃ মরণমাতা moronmata

মরণমাতা কবিতা | moronmata kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
মরণমাতা, এই যে কচি প্রাণ,
বুকের এ যে দুলাল তব, তোমারই এ যে দান।
ধুলায় যবে নয়ন আঁধা,
জড়ের স্তূপে বিপুল বাধা,
তখন দেখি তোমারই কোলে নবীন শোভমান।
নবদিনের জাগরণের ধন,
গোপনে তারে লালন করে তিমির-আবরণ।
পরদাঢাকা তোমার রথে
বহিয়া আনো প্রকাশপথে
নূতন আশা, নূতন ভাষা, নূতন আয়োজন।

চলে যে যায় চাহে না আর পিছু,
তোমারই হাতে সঁপিয়া যায় যা ছিল তার কিছু।
তাহাই লয়ে মন্ত্র পড়ি
নূতন যুগ তোলো যে গড়ি–
নূতন ভালোমন্দ কত, নূতন উঁচুনিচু।
রোধিয়া পথ আমি না রব থামি;
প্রাণের স্রোত অবাধে চলে তোমারই অনুগামী।
নিখিলধারা সে স্রোত বাহি
ভাঙিয়া সীমা চলিতে চাহি,
অচলরূপে রব না বাঁধা অবিচলিত আমি।
সহজে আমি মানিব অবসান,
ভাবী শিশুর জনমমাঝে নিজেরে দিব দান।
আজি রাতের যে-ফুলগুলি
জীবনে মম উঠিল দুলি
ঝরুক তারা কালি প্রাতের ফুলেরে দিতে প্রাণ।
আরও দেখুনঃ
- প্রাণের ডাক prener dak [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
- মেঘমালা meghmala [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
- রূপকার rupokar [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
- ক্ষণিক khonik [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
- ঈষৎ দয়া ishot doya [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
- দানমহিমা danmohima [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
![মরণমাতা কবিতা | moronmata kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর 5 মরণমাতা moronmata [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-3-1.jpg)