মাস্টার-বলে তুমি দেবে ম্যাট্রিক
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : খাপছাড়া [ ১৯৩৭ ]
কবিতার শিরনামঃ মাস্টার বলে-তুমি দেবে ম্যাট্রিক
![মাস্টার বলে তুমি দেবে ম্যাট্রিক mastar kore tumi debe matric [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 এবার আমায় ডাকলে দূরে ebar amay dakle dure [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-19.jpg)
Table of Contents
মাস্টার বলে তুমি দেবে ম্যাট্রিক mastar kore tumi debe matric [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
মাস্টার বলে, “তুমি দেবে ম্যাট্রিক,
এক লাফে দিতে চাও হবে না সে ঠিক।
ঘরে দাদামশায়ের দেখো example,
সত্তর বৎসরও হয়নিকো ample।
একদা পরীক্ষায় হবে উত্তীর্ণ
যখন পাকবে চুল, হাড় হবে জীর্ণ।’
আরও দেখুনঃ