যখন তোমায় আঘাত করি jokhon tomay aghat kori [ কবিতা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : গীতালি [ ১৯১৪ ]
কবিতার শিরোনামঃ যখন তোমায় আঘাত করি
![যখন তোমায় আঘাত করি jokhon tomay aghat kori [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 যখন তোমায় আঘাত করি jokhon tomay aghat kori [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-6-1.jpg)
যখন তোমায় আঘাত করি jokhon tomay aghat kori [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
য-খন তোমায় আঘাত করি
তখন চিনি।
শত্রু হয়ে দাঁড়াই যখন
লও যে জিনি।
এ প্রাণ যত নিজের তরে
তোমারি ধন হরণ করে
ততই শুধু তোমার কাছে
হয় সে ঋণী।
![যখন তোমায় আঘাত করি jokhon tomay aghat kori [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 যখন তোমায় আঘাত করি jokhon tomay aghat kori [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-5-1-300x150.jpg)
উজিয়ে যেতে চাই যতবার
গর্বসুখে,
তোমার স্রোতের প্রবল পরশ
পাই যে বুকে।
আলো যখন আলসভরে
নিবিয়ে ফেলি আপন ঘরে
লক্ষ তারা জ্বালায় তোমার
নিশীথিনী।
![যখন তোমায় আঘাত করি jokhon tomay aghat kori [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 4 যখন তোমায় আঘাত করি jokhon tomay aghat kori [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-4-1.jpg)
আরও পড়ুনঃ
গণিতে রেলেটিভিটি প্রমাণের ভাবনায় gonite relativity promaner bhabnay [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
তম্বুরা কাঁধে নিয়ে tombura kadhe niye [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
নিদ্রা ব্যাপার কেন nidra byapar keno [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর