যতদিন কাছে ছিলে, ব-লো, কীউপায়ে joto din kachhe chhile balo ki upaye [ কবিতা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : স্মরণ [ ১৯৬১]
কবিতার শিরোনামঃ যতদিন কাছে ছিলে, ব-লো, কীউপায়ে
![যত দিন কাছে ছিলে, বলো, কী উপায়ে joto din kachhe chhile balo ki upaye [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 যত দিন কাছে ছিলে, বলো, কী উপায়ে joto din kachhe chhile balo ki upaye [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-55-e1649231492575-223x300.jpg)
যত দিন কাছে ছিলে, বলো, কী উপায়ে joto din kachhe chhile balo ki upaye [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
যতদিন কাছে ছিলে ব লো কীউপায়ে
আপনারে রেখেছিলে এমন লুকায়ে?
![যত দিন কাছে ছিলে, বলো, কী উপায়ে joto din kachhe chhile balo ki upaye [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 যত দিন কাছে ছিলে, বলো, কী উপায়ে joto din kachhe chhile balo ki upaye [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-30-e1649581759796-269x300.jpg)
ছিলে তুমি আপনার কর্মের পশ্চাতে
অন্তর্যামী বিধাতার চোখের সাক্ষাতে।
প্রতি দণ্ড-মুহূর্তের অন্তরাল দিয়া
নিঃশব্দে চলিয়া গেছ নম্র-নত-হিয়া।
আপন সংসারখানি করিয়া প্রকাশ
আপনি ধরিয়াছিলে কী অজ্ঞাত বাস!
![যত দিন কাছে ছিলে, বলো, কী উপায়ে joto din kachhe chhile balo ki upaye [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 4 যত দিন কাছে ছিলে, বলো, কী উপায়ে joto din kachhe chhile balo ki upaye [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-with-Students-2-292x300.jpg)
আজি যবে চলি গেলে খুলিয়া দুয়ার
পরিপূর্ণ রূপখানি দেখালে তোমার।
জীবনের সব দিন সব খণ্ড কাজ
ছিন্ন হয়ে পদতলে পড়ি গেল আজ।
তব দৃষ্টিখানি আজি বহে চিরদিন
চির-জনমের দেখা পলকবিহীন।
![যত দিন কাছে ছিলে, বলো, কী উপায়ে joto din kachhe chhile balo ki upaye [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 5 যত দিন কাছে ছিলে, বলো, কী উপায়ে joto din kachhe chhile balo ki upaye [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-with-Mohandas-Gandhi-and-Kasturba-Gandhi-at-Shantiniketan-British-India-in-1940-300x198.jpg)
আরও পড়ুনঃ
রূপ-নারানের কূলে rupnaraner kule [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
আমার এ জন্মদিন amar e jonmodin [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর