যা দেবে তা দেবে তুমি ja debe ta debe tumi [ কবিতা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : গীতালি [ ১৯১৪ ]
কবিতার শিরোনামঃ যা দেবে তা দেবে তুমি
![যা দেবে তা দেবে তুমি ja debe ta debe tumi [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 যা দেবে তা দেবে তুমি ja debe ta debe tumi [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-24.jpg)
যা দেবে তা দেবে তুমি ja debe ta debe tumi [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
যা দে-বে তা দেবে তুমি আপন হাতে
এই তো তোমার কথা ছিল আমার সাথে।
তাই তো আমার অশ্রুজলে
তোমার হাসির মুক্তা ফলে,
![যা দেবে তা দেবে তুমি ja debe ta debe tumi [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 যা দেবে তা দেবে তুমি ja debe ta debe tumi [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-25-300x214.jpg)
তোমার বীণা বাজে আমার বেদনাতে।
যা-কিছু দাও, দাও যে তুমি আপন হাতে।
পরের কথায় চলতে পথে ভয় করি যে।
জানি আমার নিজের মাঝে আছ নিজে।
ভুল আমারে বারে বারে
ভুলিয়ে আনে তোমার দ্বারে,
আপনমনে চলি গো তাই দিনে রাতে।
যা-কিছু দাও, দাও যে তুমি আপন হাতে।
কূল থেকে মোর গানের তরী kul theke mor ganer tori [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
আমার সুরের সাধন রইল পড়ে amar surer sadhon roilo pore [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
ঘরের থেকে এনেছিলেম ghorer theke enechhilem [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর