যুগে যুগে বুঝি , প্রেম ২৫৪ | Juge juge bujhi

যুগে যুগে বুঝি , প্রেম ২৫৪ | Juge juge bujhi  রবীন্দ্রসংগীত’ বলতে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত এবং রবীন্দ্রনাথ বা তার নতুনদাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর কর্তৃক সুরারোপিত গানগুলিকেই বোঝায়।

 

যুগে যুগে বুঝি , প্রেম ২৫৪ | Juge juge bujhi

রাগ: পরজ

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন, ১৩২৯

 

যুগে যুগে বুঝি , প্রেম ২৫৪ | Juge juge bujhi
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

যুগে যুগে বুঝি:

যুগে যুগে বুঝি আমায় চেয়েছিল সে।

সেই যেন মোর পথের ধারে রয়েছে বসে॥

আজ কেন মোর পড়ে মনে কখন্‌ তারে চোখের কোণে

দেখেছিলেম অফুট প্রদোষে–

সেই যেন মোর পথের ধারে রয়েছে বসে॥

আজ ওই চাঁদের বরণ হবে আলোর সঙ্গীতে,

রাতের মুখের আঁধারখানি খুলবে ইঙ্গিতে।

শুক্লরাতে সেই আলোকে দেখা হবে এক পলকে,

সব আবরণ যাবে যে খসে।

সেই যেন মোর পথের ধারে রয়েছে বসে॥

 

যুগে যুগে বুঝি , প্রেম ২৫৪ | Juge juge bujhi
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত মোট গানের সংখ্যা ২২৩২।তার গানের কথায় উপনিষদ্‌, সংস্কৃত সাহিত্য, বৈষ্ণব সাহিত্য ও বাউল দর্শনের প্রভাব সুস্পষ্ট। অন্যদিকে তার গানের সুরে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের (হিন্দুস্তানি ও কর্ণাটকি উভয় প্রকার) ধ্রুপদ, খেয়াল, ঠুমরি, টপ্পা, তরানা, ভজন ইত্যাদি ধারার সুর এবং সেই সঙ্গে বাংলার লোকসঙ্গীত, কীর্তন, রামপ্রসাদী, পাশ্চাত্য ধ্রুপদি সঙ্গীত ও পাশ্চাত্য লোকগীতির প্রভাব লক্ষ্য করা যায়।

 

রবীন্দ্রনাথের সকল গান গীতবিতান নামক সংকলন গ্রন্থে সংকলিত হয়েছে। উক্ত গ্রন্থের ১ম ও ২য় খণ্ডে রবীন্দ্রনাথ নিজেই তার গানগুলিকে ‘পূজা’, ‘স্বদেশ’, ‘প্রেম’, ‘প্রকৃতি’, ‘বিচিত্র’ও ‘আনুষ্ঠানিক’ – এই ছয়টি পর্যায়ে বিন্যস্ত করেছিলেন। তার মৃত্যুর পর গীতবিতান গ্রন্থের প্রথম দুই খণ্ডে অসংকলিত গানগুলি নিয়ে ১৯৫০ সালে উক্ত গ্রন্থের ৩য় খণ্ড প্রকাশিত হয়।

 

যুগে যুগে বুঝি , প্রেম ২৫৪ | Juge juge bujhi
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]
আরও দেখুনঃ

মন্তব্য করুন