যে-মাসেতে আপিসেতে
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : খাপছাড়া [ ১৯৩৭ ]
কবিতার শিরনামঃ যে-মাসেতে আপিসেতে
![যে মাসেতে আপিসেতে je masete apisete [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 যে মাসেতে আপিসেতে je masete apisete [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-6-1.jpg)
Table of Contents
যে মাসেতে আপিসেতে je masete apisete [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
যে-মাসেতে আপিসেতে
হল তার নাম ছাঁটা
স্ত্রীর শাড়ি নিজে পরে,
স্ত্রী পরিল গামছাটা।
বলে, “আমি বৈরাগী,
ছেড়ে দেব শিগ্গির,
ঘরে মোর যত আছে
বিলাস-সামিগ্গির।’
ছিল তার টিনে-গড়া
চা-খাওয়ার চাম্চাটা,
কেউ তা কেনে না সেটা
যত করে দাম-ছাঁটা।
![যে মাসেতে আপিসেতে je masete apisete [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 জন্মদিন jonmodin [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-19-1.jpg)
আরও দেখুনঃ