রোগী-র শিয়রে রাত্রে একা ছি-নু জাগি rogir shiyore ratre eka chhinu jagi [ কবিতা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : উৎসর্গ [ ১৯১৪]
কবিতার শিরোনামঃ রোগীর শিয়রে রাত্রে একা ছি-নু জাগি
![রোগীর শিয়রে রাত্রে একা ছিনু জাগি rogir shiyore ratre eka chhinu jagi [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 রোগীর শিয়রে রাত্রে একা ছিনু জাগি rogir shiyore ratre eka chhinu jagi [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-12-300x158.jpg)
রোগীর শিয়রে রাত্রে একা ছিনু জাগি rogir shiyore ratre eka chhinu jagi [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
রোগীর শিয়রে রাত্রে একা ছি-নু জাগি
বাহিরে দাঁড়ানু এসে ক্ষণেকের লাগি।
![রোগীর শিয়রে রাত্রে একা ছিনু জাগি rogir shiyore ratre eka chhinu jagi [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 রোগীর শিয়রে রাত্রে একা ছিনু জাগি rogir shiyore ratre eka chhinu jagi [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-16.jpg)
শান্ত মৌন নগরীর সুপ্ত হর্ম্য-শিরে
হেরিনু জ্বলিছে তারা নিস্তব্ধ তিমিরে।
ভূত ভাবী বর্তমান একটি পলকে
মিলিল বিষাদস্নিগ্ধ আনন্দপুলকে
আমার অন্তরতলে; অনির্বচনীয়
![রোগীর শিয়রে রাত্রে একা ছিনু জাগি rogir shiyore ratre eka chhinu jagi [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 4 রোগীর শিয়রে রাত্রে একা ছিনু জাগি rogir shiyore ratre eka chhinu jagi [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-11.jpg)
সে মুহূর্তে জীবনের যত-কিছু প্রিয়,
দুর্লভ বেদনা যত, যত গত সুখ,
অনুদ্গত অশ্রুবাষ্প, গীত মৌনমূক
আমার হৃদয়পাত্রে হয়ে রাশি রাশি
কী অনলে উজ্জ্বলিল। সৌরভে নিশ্বাসি
অপরূপ ধূপধূম উঠিল সুধীরে
তোমার নক্ষত্রদীপ্ত নিঃশব্দ মন্দিরে।
আমার চিত্ত তোমায় নিত্য হবে amar chitto tomay nityo habe [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
আজি হেরিতেছি আমি aaji heritechhi aami [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
আপনারে তুমি করিবে গোপন aapanaare tumi karibe gopan [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর