রৌদ্রতাপ ঝাঁঝাঁ করে roudrotap jhajha kore [ কবিতা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : শেষলেখা [ ১৯৪১]
কবিতার শিরোনামঃ রৌদ্রতাপ ঝাঁঝাঁ করে
![রৌদ্রতাপ ঝাঁঝাঁ করে roudrotap jhajha kore [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 রৌদ্রতাপ ঝাঁঝাঁ করে roudrotap jhajha kore [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-5-158x300.jpg)
রৌদ্রতাপ ঝাঁঝাঁ করে roudrotap jhajha kore [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
রৌদ্র-তাপ ঝাঁঝাঁ করে
জনহীন বেলা দুপহরে।
![রৌদ্রতাপ ঝাঁঝাঁ করে roudrotap jhajha kore [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 রৌদ্রতাপ ঝাঁঝাঁ করে roudrotap jhajha kore [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-6-200x300.jpg)
শূন্য চৌকির পানে চাহি,
সেথায় সান্ত্বনালেশ নাহি।
বুক ভরা তার
হতাশের ভাষা যেন করে হাহাকার।
শূন্যতার বাণী ওঠে করুণায় ভরা,
মর্ম তার নাহি যায় ধরা।
![রৌদ্রতাপ ঝাঁঝাঁ করে roudrotap jhajha kore [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 4 রৌদ্রতাপ ঝাঁঝাঁ করে roudrotap jhajha kore [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-12.jpg)
কুকুর মনিবহারা যেমন করুণ চোখে চায়
অবুঝ মনের ব্যথা করে হায় হায়;
কী হল যে, কেন হল, কিছু নাহি বোঝে–
দিনরাত ব্যর্থ চোখে চারি দিকে খোঁজে।
চৌকির ভাষা যেন আরো বেশি করুণ কাতর,
শূন্যতার মূক ব্যথা ব্যাপ্ত করে প্রিয়হীন ঘর।
প্রচ্ছন্না prochchhonna [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর