শুনলো শুনলো বালিকা
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : ভানুসিংহ ঠাকুরের পদাবলী
কবিতার শিরনামঃ শুনলো শুনলো-বালিকা
![শুনলো শুনলো বালিকা shunlo shunlo balika [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 2 শুনলো শুনলো বালিকা shunlo shunlo balika [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-7-2-e1649150434648.jpg)
Table of Contents
শুনলো শুনলো বালিকা shunlo shunlo balika [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
শুনলো-শুনলো বালিকা,
রাখ কুসুমমালিকা,
কুঞ্জ কুঞ্জ ফেরনু সখি শ্যামচন্দ্র নাহিরে।
দুলই কুসুম মুঞ্জরী,
ভমর ফিরই গুঞ্জরি,
অলস যমুনা বহয়ি যায় ললিত গীত গাহিরে।
শশি-সনাথ যামিনী,
বিরহ-বিধুর কামিনী,
কুসুমহার ভইল ভার হৃদয় তার দাহিছে।
অধর উঠই কাঁপিয়া,
সখি-করে কর আপিয়া,
কুঞ্জভবনে পাপিয়া কাহে গীত গাহিছে।
মৃদু সমীর সঞ্চলে
হরয়ি শিথিল অঞ্চলে,
বালি[১] হৃদয় চঞ্চলে কানন-পথ চাহিরে;
কুঞ্জপানে হেরিয়া,
অশ্রুবারি ডারিয়া
ভানু গায় শূন্যকুঞ্জ শ্যামচন্দ্র নাহিরে!
![শুনলো শুনলো বালিকা shunlo shunlo balika [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 3 সুখের বিলাপsukher bilaap [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-5-1.jpg)
আরও দেখুনঃ