শুভযোগ shubhojog [ কবিতা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : মহুয়া [ ১৯২৯ ]
কবিতার শিরোনামঃ শুভযোগ
![শুভযোগ shubhojog [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 শুভযোগ shubhojog [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-2-1.jpg)
শুভযোগ shubhojog [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
যে সন্ধ্যায় প্রসন্ন লগনে
পূর্ণচন্দ্রে হেরিল গগনে
উৎসুক ধরণী,
![শুভযোগ shubhojog [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 শুভযোগ shubhojog [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-1-1.jpg)
সর্বাঙ্গ বেষ্টিয়া তার তরঙ্গের ধন্য-ধন্য ধ্বনি
মন্দ্রিয়া উঠিল কূলে কূলে;
নদীর গদ্গদ বাণী অশ্রুবেগে উঠে ফুলে ফুলে
কোটালের বানে,
কী চেয়েছে কী বলেছে আপনি না জানে;
সে সন্ধ্যায় প্রসন্ন লগনে
তোমারে প্রথম দেখা দেখেছি জীবনে।
![শুভযোগ shubhojog [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 4 শুভযোগ shubhojog [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-55-1.jpeg)
যে বসন্তে উৎকণ্ঠিত দিনে
সাড়া এল চঞ্চল দক্ষিণে;
পলাশের কুঁড়ি
একরাত্রে বর্ণবহ্নি জ্বালিল সমস্ত বন জুড়ি;
শিমুল পাগল হয়ে মাতে,
অজস্র ঐশ্বর্যভার ভরে তার দরিদ্র শাখাতে,
পাত্র করি পুরা
আকাশে আকাশে ঢালে রক্তফেন সুরা।
উচ্ছ্বসিত সে এক নিমেষে
যা-কিছু বলার ছিল বলেছি নিঃশেষে।
- তুমি গল্প জমাতে পার tumi jolpo jomate par [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
- দর্পণ dorpon [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর[ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
- আমার শেষ বেলাকার amar sheshbelakar [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর