শেষকথা কবিতা । sesh kotha kobita | চৈতালী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

শেষকথা কবিতা টি [ priya kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর চৈতালী-কাব্যগ্রন্থের অংশ।এটি আশ্বিন, ১৩০৩ (১৮৯৬ খ্রীস্টাব্দ) বঙ্গাব্দে প্রকাশিত হয়। এতে সর্বমোট ৭৮টি কবিতা রয়েছে। এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার “চিত্রা-চৈতালি পর্ব”-এর অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি।

কাব্যগ্রন্থের নামঃ চৈতালী

কবিতার নামঃ শেষকথা 

শেষকথা কবিতা । sesh kotha kobita | চৈতালী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

শেষকথা কবিতা । sesh kotha kobita | চৈতালী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

মাঝে মাঝে মনে হয় , শত কথা – ভারে
হৃদয় পড়েছে যেন নুয়ে একেবারে ।
যেন কোন্ ভাবষজ্ঞ বহু আয়োজনে
চলিতেছে অন্তরের সুদূর সদনে ।
অধীর সিন্ধুর মতো কলধ্বনি তার
অতি দূর হতে কানে আসে বারম্বার ।

শেষকথা কবিতা । sesh kotha kobita | চৈতালী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

মনে হয় কত ছন্দ , কত – না রাগিণী ,
কত – না আশ্চর্য গাথা , অপূর্ব কাহিনী ,
যতকিছু রচিয়াছে যত কবিগণে
সব মিলিতেছে আসি অপূর্ব মিলনে
এখনি বেদনাভরে ফাটি গিয়া প্রাণ
উচ্ছ্বসি উঠিবে যেন সেই মহাগান ।
অবশেষে বুক ফেটে শুধু বলি আসি
হে চিরসুন্দর , আমি তোরে ভালবাসি ।

আরও দেখুনঃ

যোগাযোগ

হরিণী কবিতা | horini kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

সন্ন্যাসী কবিতা | sonyasi kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

ভীষণ কবিতা | bhishon kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

বনস্পতি কবিতা | bonospoti kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

অন্তরতম কবিতা | ontorotomo kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

মন্তব্য করুন