সন্ধ্যাতারা যে ফুল দিল sondhyatara je phul dilo [ কবিতা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : গীতালি [ ১৯১৪ ]
কবিতার শিরোনামঃ সন্ধ্যাতারা যে ফুল দিল
![সন্ধ্যাতারা যে ফুল দিল sondhyatara je phul dilo [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 সন্ধ্যাতারা যে ফুল দিল sondhyatara je phul dilo [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-Convocation-272x300.jpg)
সন্ধ্যাতারা যে ফুল দিল sondhyatara je phul dilo [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
সন্ধ্যা-তারা যে ফুল দিল
তোমার চরণ-তলে
তারে আমি ধুয়ে দিলেম
আমার নয়নজলে।
![সন্ধ্যাতারা যে ফুল দিল sondhyatara je phul dilo [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 সন্ধ্যাতারা যে ফুল দিল sondhyatara je phul dilo [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-Portrait-Medium-200x300.jpg)
বিদায়-পথে যাবার বেলা ম্লান রবির রেখা
সারা দিনের ভ্রমণ-বাণী লিখল সোনার লেখা,
আমি তাতেই সুর বসালেম
আপন গানের ছলে।
স্বর্ণ আলোর রথে চ’ড়ে
নেমে এল রাতি–
![সন্ধ্যাতারা যে ফুল দিল sondhyatara je phul dilo [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 4 সন্ধ্যাতারা যে ফুল দিল sondhyatara je phul dilo [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-Sir-Amin-Jung-Maharaja-Kishen-Pershad-Courtesy-DrTaqiAbedi-300x250.jpg)
তারি আঁধার ভ’রে আমার
হৃদয় দিনু পাতি।
মৌন-পারাবারের তলে হারিয়ে-যাওয়া কথায়,
বিশ্বহৃদয়-পূর্ণ-করা বিপুল নীরবতায়
আমার বাণীর স্রোত মিলিছে
নীরব কোলাহলে।
![সন্ধ্যাতারা যে ফুল দিল sondhyatara je phul dilo [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 5 সন্ধ্যাতারা যে ফুল দিল sondhyatara je phul dilo [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-study-Shantiniketan-West-Bengal-219x300.jpg)
আরও পড়ুনঃ
রায়ঠাকুরানী অম্বিকা raythakuranir ombika [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
বিশ্বজোড়া ফাঁদ পেতেছ bishwajora phad petechho [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
হাত দিয়ে পেতে হবে hat diye pete hobe [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর