সমুদ্র কবিতা । somudro kobita | কড়ি ও কোমল কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

সমুদ্র কবিতাটি [ somudro kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর কড়িওকোমল কাব্যগ্রন্থের অংশ।

কাব্যগ্রন্থের নামঃ কড়ি ও কোমল

কবিতার নামঃ সমুদ্র

সমুদ্র কবিতা । somudro kobita | কড়ি ও কোমল কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

সমুদ্র কবিতা । somudro kobita | কড়ি ও কোমল কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

কিসের অশান্তি এই মহাপারাবারে,

সতত ছিঁড়িতে চাহে কিসের বন্ধন!

অব্যক্ত অস্ফুট বাণী ব্যক্ত করিবারে

শিশুর মতন সিন্ধু করিছে ক্রন্দন।

যুগ-যুগান্তর ধরি যোজন যোজন

ফুলিয়া ফুলিয়া উঠে উত্তাল উচ্ছ্বাস–

অশান্ত বিপুল প্রাণ করিছে গর্জন,

নীরবে শুনিছে তাই প্রশান্ত আকাশ।

আছাড়ি চূর্ণিতে চাহে সমগ্র হৃদয়

কঠিন পাষাণময় ধরণীর তীরে,

জোয়ারে সাধিতে চায় আপন প্রলয়,

ভাঁটায় মিলাতে চায় আপনার নীরে।

সমুদ্র কবিতা । somudro kobita | কড়ি ও কোমল কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

অন্ধ প্রকৃতির হৃদে মৃত্তিকায় বাঁধা

সতত দুলিছে ওই অশ্রুর পাথার,

উন্মুখী বাসনা পায় পদে পদে বাধা,

কাঁদিয়া ভাসাতে চাহে জগৎ-সংসার।

সাগরের কণ্ঠ হতে কেড়ে নিয়ে কথা

সাধ যায় ব্যক্ত করি মানবভাষায়–

শান্ত করে দিই ওই চির ব্যাকুলতা,

সমুদ্রবায়ুর ওই চির হায় হায়।

সাধ যায় মোর গীতে দিবস রজনী

ধ্বনিতে পৃথিবী-ঘেরা সংগীতের ধ্বনি।

আরও দেখুনঃ

যোগাযোগ

আহ্বান গীত ahobban geet [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

বঙ্গবাসীর প্রতি bangabasir prati [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

মূল্য কবিতা | mulyo kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

দুঃখী কবিতা | dukkhi kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

মুক্তি কবিতা | mukhti kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

মন্তব্য করুন