সরিয়ে দিয়ে আমার ঘুমের soriye diye amar ghumer [ কবিতা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : গীতালি [ ১৯১৪ ]
কবিতার শিরোনামঃ সরিয়ে দিয়ে আমার ঘুমের
![সরিয়ে দিয়ে আমার ঘুমের soriye diye amar ghumer [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 সরিয়ে দিয়ে আমার ঘুমের soriye diye amar ghumer [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-55-5.jpeg)
সরিয়ে দিয়ে আমার ঘুমের soriye diye amar ghumer [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
সরিয়ে দিয়ে আমার ঘুমের
পর্দাখানি
ডেকে গেল নিশীথরাতে
কে না জানি।
![সরিয়ে দিয়ে আমার ঘুমের soriye diye amar ghumer [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 সরিয়ে দিয়ে আমার ঘুমের soriye diye amar ghumer [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-1-1.jpg)
কোন্ গগনের দিশাহারা
তন্দ্রাবিহীন একটি তারা?
কোন্ রজনীর দুঃস্বপনের
আর্তবাণী?
ডেকে গেল নিশীথরাতে
কে না জানি।
আঁধার রাতে ভয় এসেছে
কোন্ সে নীড়ে?
![সরিয়ে দিয়ে আমার ঘুমের soriye diye amar ghumer [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 4 সরিয়ে দিয়ে আমার ঘুমের soriye diye amar ghumer [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-6-1.jpg)
বোঝাই তরী ডুবল কোথায়
পাষাণ-তীরে?
এই ধরণীর বক্ষ টুটে
এ কী রোদন এল ছুটে
আমার বক্ষে বিরামহারা
বেদন হানি?
ডেকে গেল নিশীথরাতে
কে না জানি।
এই কথাটা ধরে রাখিস ei kothata dhore rakhis [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
না গো, এই যে ধুলা আমার না এ na go ei je dhula amar na e [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
তোমার এই মাধুরী ছাপিয়ে আকাশ tomar ei madhuri chhapiye akash [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর