সারা জীবন দিল আলো sara jibon dilo alo [ কবিতা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : গীতালি [ ১৯১৪ ]
কবিতার শিরোনামঃ সারা জীবন দিল আলো
![সারা জীবন দিল আলো sara jibon dilo alo [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 সারা জীবন দিল আলো sara jibon dilo alo [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-40-2.jpeg)
সারা জীবন দিল আলো sara jibon dilo alo [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
সারা জীবন দিল আলো
সূর্য গ্রহ চাঁদ–
![সারা জীবন দিল আলো sara jibon dilo alo [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 সারা জীবন দিল আলো sara jibon dilo alo [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-40-7.jpeg)
তোমার আশীর্বাদ হে প্রভু,
তোমার আশীর্বাদ।
মেঘের কলস ভরে ভরে
প্রসাদবারি পড়ে ঝরে,
সকল দেহে প্রভাতবায়ু
ঘুচায় অবসাদ–
তোমার আশীর্বাদ হে প্রভু,
তোমার আশীর্বাদ।
![সারা জীবন দিল আলো sara jibon dilo alo [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 4 সারা জীবন দিল আলো sara jibon dilo alo [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-40-8.jpeg)
তৃণ যে এই ধুলার ‘পরে
পাতে আঁচলখানি,
এই-যে আকাশ চিরনীরব
অমৃতময় বাণী–
ফুল যে আসে দিনে দিনে
বিনা রেখার পথটি চিনে,
এই-যে ভুবন দিকে দিকে
পুরায় কত সাধ–
তোমার আশীর্বাদ হে প্রভু,
তোমার আশীর্বাদ।
মোর হৃদয়ের গোপন বিজন ঘরে more hridoyer gopon bijon ghore [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
ওই অমল হাতে রজনী প্রাতে oi omol hate rojoni prate [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
লক্ষ্মী যখন আসবে তখন lakshmi jokhon asbe tokhon [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর