সুখের মাঝে তোমায় দেখেছি sukher majhe tomar dekhechhi [ কবিতা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : গীতালি [ ১৯১৪ ]
কবিতার শিরোনামঃ সুখের মাঝে তোমায় দেখেছি
![সুখের মাঝে তোমায় দেখেছি sukher majhe tomar dekhechhi [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 সুখের মাঝে তোমায় দেখেছি sukher majhe tomar dekhechhi [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-4-1.jpg)
সুখের মাঝে তোমায় দেখেছি sukher majhe tomar dekhechhi [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
সু-খের মাঝে তোমায় দেখেছি,
দুঃখে তোমায় পেয়েছি প্রাণ ভ’রে।
হারিয়ে তোমায় গোপন রেখেছি,
পেয়ে আবার হারাই মিলন-ঘোরে।
![সুখের মাঝে তোমায় দেখেছি sukher majhe tomar dekhechhi [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 সুখের মাঝে তোমায় দেখেছি sukher majhe tomar dekhechhi [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-6-1.jpg)
চিরজীবন আমার বীণা-তারে
তোমার আঘাত লাগল বারে বারে,
তাই তো আমার নানা সুরের তানে
তোমার পরশ প্রাণে নিলেম ধ’রে।
আজ তো আমি ভয় করি নে আর
লীলা যদি ফুরায় হেথাকার।
নূতন আলোয় নূতন অন্ধকারে
লও যদি বা নূতন সিন্ধুপারে
তবু তুমি সেই তো আমার তুমি,
আবার তোমায় চিনব নূতন ক’রে।
![সুখের মাঝে তোমায় দেখেছি sukher majhe tomar dekhechhi [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 4 সুখের মাঝে তোমায় দেখেছি sukher majhe tomar dekhechhi [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-5-1-300x150.jpg)
আরও পড়ুনঃ
কাঠের সিঙ্গি kather singi [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর