সেঁজুতি কাব্যগ্রন্থ হল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বাংলা কাব্যগ্রন্থ। এটি ১৯৩৮ খ্রীস্টাব্দে প্রকাশিত হয়। এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার অন্ত্যপর্বের অন্তর্গত একটি উল্লেখযোগ্য গ্রন্থ। এতে সর্বমোট ২২-টি কবিতা রয়েছে। রবীন্দ্রনাথ “সেঁজুতি” কাব্যগ্রন্থটি তাঁঁর বন্ধু ডাক্তার সার্ নীলরতন সরকারকে উৎসর্গ করেন।

সেঁজুতি কাব্যগ্রন্থ কবিতা সূচি,
![সেঁজুতি কাব্যগ্রন্থ, ১৯৩৮ | কবিতা সূচি | রবীন্দ্রনাথ ঠাকুর 3 ভাগীরথী bhagirothi [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-1-1.jpg)
আরও দেখুনঃ